শনিবার | ২০ এপ্রিল, ২০২৪
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান

কাপ্তাইয়ে ফুলেল ভালোবাসায় সিক্ত হলেন নিখিল কুমার চাকমা

প্রকাশঃ ১৭ জুলাই, ২০২১ ১০:১১:২৯ | আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৪ ০১:১৮:০০  |  ৬৪১
সিএইচটি টুডে ডট কম, কাপ্তাই ( রাঙামাটি)। কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ফুলে ফুলে সিক্ত হলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। শনিবার সন্ধ্যায় বান্দরবান সফর শেষে রাঙামাটি ফেরার পথে কাপ্তাই  উপজেলা সদর বড়ইছড়িতে কাপ্তাই সড়কে তাঁকে ফুলে ফুলে অভিনন্দন জানান দলের নেতাকর্মীরা।

এসময় কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী এবং সাধারণ সম্পাদক ইব্রাহীম খলীল এর নেতৃত্বে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমাকে ফুলেলে শুভেচ্ছা জানানো হয়।

এসময় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জেলা পরিষদ সদস্য দীপ্তিময় তালুকদার, সহ সভাপতি কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, সহ সভাপতি  স্বপন কুমার বড়ুয়া, বির্দশন বড়ুযা, কাজী মাকসুদুর রহমান  বাবুল, যুগ্ম সম্পাদক আব্দুল ওহাব, সুজন তনচংগ্যা ধনা, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন মিলন, পরিমল তনচংগ্যা, মহিলা সম্পাদক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল হোসেন, রাইখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার, ওয়াগ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা, সাধারণ সম্পাদক অমল কান্তি দে, কাপ্তাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামসুল ইসলাম আজমীর, , উপজেলা কৃষক লীগের সভাপতি সামসুল আলম, সম্পাদক সুধীর তালুকদার,  উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শাহজাহান, সম্পাদক তানভীর আহমেদ ছিদ্দিকী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের  সম্পাদক একরামুল হক, উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক সুভাষ দাশ , উপজেলা ছাত্রলীগের সভাপতি এম নুর উদ্দিন সুমন, সাধারন সম্পাদক এ আর লিমন সহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে পাচউবো'র চেয়ারম্যান  নিখিল কুমার চাকমা বান্দরবান জেলায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের  মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর সাথে তাঁর বাসভবনে সাক্ষাৎকার করেন।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions