বুধবার | ২৪ এপ্রিল, ২০২৪

মারিশ্যা ২৭ বিজিবির উদ্যোগে দরিদ্র পরিবারদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

প্রকাশঃ ০৮ মে, ২০২১ ০২:২৬:৫৬ | আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৪ ০২:৪০:১৯  |  ৭৩৫

সিএইচটি টুডে ডট কম,  বাঘাইছড়ি (রাঙামাটি)।  রাঙামাটির বাঘাইছড়িতে খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে মারিশ্যা জোন (২৭বিজিবি) এর ব্যবস্থাপনায় কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণ করা হয়


বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস এর পাদুর্ভাবের ফলে সারাদেশে খেটে খাওয়া দিনমজুর পরিবারবর্গ আর্থিক ভাবে ভেঙে পড়েন, এহেন পরিস্থিতিতে খাগড়াছড়ি সেনা রিজিয়নের আওতাধীন গরিব মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ কর্মসূচি অব্যাহত রেখেছে "খাগড়াছড়ি সেনা রিজিয়ন" করোনা মহামারী দেশের সংকটাপন্ন অবস্থা শেষ না হওয়া পর্যন্ত দেশের মানুষের সহায়তায় নিরাপত্তা বাহিনীর এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।


 তারই ধারাবাহিকতায় আজ শনিবার  সকাল ১১ ঘটিকায় মারিশ্যা জোন (২৭বিজিবি) এর ব্যবস্থাপনায় অর্ধশতাধিক গরিব,অসহায় বিভিন্ন জাতিসত্তার মাঝে কেজি চাল, ১কেজি ঢাল,১কেজি তেল,২কেজি আলু, ১কেজি পেয়াজ করে সবার হাতে তুলে দেয়া হয়।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions