বৃহস্পতিবার | ২৫ এপ্রিল, ২০২৪

স্বাস্থ্যবিধি নিশ্চিতে রাঙামাটি জেলা প্রশাসনের মোবাইল কোর্টের অভিযান অব্যাহত

প্রকাশঃ ০৪ এপ্রিল, ২০২১ ০৯:৫৪:০৭ | আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৪ ০৫:২৮:১৭  |  ৮৩৭
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। সারা দেশে করোনা সংক্রামন বেড়ে যাওয়ায় মাস্ক পরিধান নিশ্চিত,  সরকারি নির্দেশনা বাস্তবায়ন ও গণপরিবহণে স্বাস্থ্যবিধি মেনে চলতে বাধ্য করতে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে শহরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গণ শহরের তবলছড়ি, বনরুপা ও রিজার্ভবাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়, এসময় সিএনজিতে ২ জনের বেশি অতিরিক্ত যাত্রী নেওয়ায় ৬ টি মামলায় ১২০০ টাকা জরিমানা এবং সড়ক পরিবহন আইনে ৯০০ টাকা জরিমানা করা হয়।এছাড়া মাস্ক পরিধান করার জন্য জনসাধারণের মাইকে নির্দেশনা দেয়া হয়। ।

এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানান, করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় ও সরকার থেকে জারিকৃত নির্দেশনা বাস্তবায়ন করতে ও  স্বাস্থ্যবিধি মেনে চলতে বাধ্য করতে জেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে।

এছাড়া লকডাউন কার্যকর বিভিন্ন এলাকায় প্রচারণা চালানো হয়।



রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions