শনিবার | ২০ এপ্রিল, ২০২৪

স্বাস্থ্যবিধি নিশ্চিতে রাঙামাটি জেলা প্রশাসনের মোবাইল কোর্টের অভিযান অব্যাহত

প্রকাশঃ ০৩ এপ্রিল, ২০২১ ০৮:১২:৪১ | আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৪ ০৫:১৩:২০  |  ৬২৭
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। সারা দেশে করোনা সংক্রামন বেড়ে যাওয়ায় মাস্ক পরিধান নিশ্চিত,  সরকারি ১৮ দফা নির্দেশনা বাস্তবায়ন ও বাসে স্বাস্থ্যবিধি মেনে চলতে বাধ্য করতে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে শহরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট  মাসুমা বেগম এর নেতৃত্বে সকালে রাঙামাটি শহরের কলেজ গেইট ও বনরূপা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে মাস্ক না পড়ায় ও গণপরিবহনে অতিরিক্ত যাত্রী বহন করায় ৭ জন ব্যক্তিকে ১৩০০ টাকা জরিমানা করা হয়।

এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানান, করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় ও সরকার থেকে জারিকৃত নির্দেশনা বাস্তবায়ন করতে ও  স্বাস্থ্যবিধি মেনে চলতে বাধ্য করতে জেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে।



এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions