বুধবার | ২৪ এপ্রিল, ২০২৪
সরকারি নির্দেশনা বাস্তবায়নে

রাঙামাটি জেলা প্রশাসনের মোবাইল কোর্টের অভিযান অব্যাহত

প্রকাশঃ ০১ এপ্রিল, ২০২১ ১১:৫১:৫৪ | আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৪ ০৭:৫৪:২৯  |  ৫৬৮
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। সারা দেশে করোনা সংক্রামন বেড়ে যাওয়ায় মাস্ক পরিধান নিশ্চিত,  সরকারি ১৮ দফা নির্দেশনা বাস্তবায়ন ও বাসে স্বাস্থ্যবিধি মেনে চলতে বাধ্য করতে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে শহরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের ২টি মোবাইল কোর্ট আলাদা করে  শহরের বনরূপা,   তবলছড়ি, রিজার্ভবাজার ও ভেদভেদী  বাজারে অভিযান চালায়। এ সময় মাস্ক না পরার দায়ে ৯ জনকে সুরক্ষা আইনে  ১৭০০ টাকা এবং ভোক্ত অধিকার আইনে ২জনকে ৩০০০ টাকা জরিমানা করে এবং লোকজনকে সতর্ক করে দেন। এছাড়া বাসে ৬০ভাগ অতিরিক্ত ভাড়া বৃদ্ধিতে সামাজিক দুরত্ব নিশ্চিতে করতে মোবাইল টীম কাজ করে।   

এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানান, সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় ও সরকার থেকে জারিকৃত নির্দেশনা বাস্তবায়ন করতে ও  স্বাস্থ্যবিধি মেনে চলতে বাধ্য করতে জেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। এসময় তিনি সবার সুরক্ষায় স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

অভিযান পরিচালনার সময় রাঙামাটি জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions