বুধবার | ২৪ এপ্রিল, ২০২৪

লংগদুতে কোভিড টিকা গ্রহণ সংক্রান্ত জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ২৫ ফেব্রুয়ারী, ২০২১ ০১:৪০:২৯ | আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৪ ০১:৫৬:১৭  |  ৭৬২
সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)। বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাস “কোভিড-১৯ মোকাবেলায় আমি টিকা নিয়েছি, সুস্থ আছি। কোভিড-১৯ প্রতিরোধে আপনিও টিকা নিন, সুস্থ থাকুন।” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির লংগদু উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে কোভিড-১৯ টিকা গ্রহণ সংক্রান্ত জনসচেতনতামূলক র‌্যালী ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারী) লংগদু উপজেলা পরিষদের মাঠে আয়োজিত উদ্বুদ্ধকরণ সভায় উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ এহছান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লংগদু উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইনুল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন, লংগদু থানার ওসি (তদন্ত) মোঃ জাকির হোসেন ও এস আই মহব্বত হোসেন।

আলেঅচনা সভার পর উপজেলা আনসার ভিডিপি কার্যালয় থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজলার প্রধান সড়ক ঘুরে এসে আনসার ভিডিপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় উপজেলার আনসার ও ভিডিপি সদস্য ও সদস্যাগণ র‌্যালীতে অংশ গ্রহণ করেন।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions