বৃহস্পতিবার | ২৫ এপ্রিল, ২০২৪

রাঙামাটিতে অস্ত্র মামলায় দুই আসামীর ৩৪ বছর কারাদন্ড

প্রকাশঃ ০৪ ফেব্রুয়ারী, ২০২১ ০৯:১০:৫৫ | আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৪ ০৫:১৮:১৪  |  ১২০০
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির নানিয়ারচর থানার এক অস্ত্র মামলায় দুই আসামীকে ৩৪ বছর কারাদন্ড দিয়েছেন রাঙামাটি জেলা দায়রা জজ আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে রাঙামাটির জেলা দায়রা জজ মোঃ নুরুল ইসলাম এই আদেশ দেন।

দন্ডপ্রাপ্তদের মধ্যে ছিদ্দিক মিয়া পোদ্দারকে ২৭ বছর ও মংক্যাইনু মারমাকে ৭ বছর কারাদন্ড দেওয়া হয়েছে। অস্ত্র মামলায় এটি পার্বত্য চট্টগ্রামের ইতিহাসে আদালতের সর্বোচ্চ রায়।

২০১৮ সনের ৮ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে নানিয়াচরে অভিযান চালিয়ে অস্ত্রসহ দন্ডিতদের গ্রেফতার করে যৌথবাহিনী।  

রায়কে যুগান্তকারী ও দৃষ্টান্ত বলে দাবি করেছেন রাঙামাটি আদালতের সরকারি কৌশলী(পিপি) অ্যাডভোকেট রফিকুল ইসলাম। এ রায়ের মধ্য দিয়ে পাহাড়ের অবৈধ অস্ত্রধারীরা অস্ত্র ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন এমন প্রত্যাশা করেন তিনি।



রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions