বৃহস্পতিবার | ২৮ মার্চ, ২০২৪

লংগদুতে পানিতে পড়ে শিশুর মৃত্যু

প্রকাশঃ ০৩ ফেব্রুয়ারী, ২০২১ ০৮:৫৭:৩০ | আপডেটঃ ২৪ মার্চ, ২০২৪ ১০:১৫:২২  |  ৯১৪
সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)। রাঙামাটির লংগদু উপজেলার ৪নং বগাচতর এলাকায়  কাপ্তাই হ্রদে পানিতে পড়ে মৃত্যু বরণ করে এক শিশু।

বুধবার (৩রা ফেব্রুয়ারি)  সকাল ৯টার সময় এঘটনা ঘটে বলে জানা যায়। শিশুটি ৪নং বগাচতর ইউপির মারিশ্যাচর এলাকার সাবেক  ইউপি চেয়ারম্যান আব্দুল গফফার ভুঁইয়ার নাতি মোঃ তামিম হোসেন (০২),  তার পিতা মোঃ আব্দুল হামিদ।

জানা যায়, প্রতি দিনের মত শিশুটি খেলাধুলা করছিলো, হঠাৎ সকলের দৃষ্টির অগোচরে লেকের পানিতে নেমে পড়ে, পরিবারের লোকজন দেখে শিশুটিকে নদী থেকে উদ্ধার করে স্থানীয় রাবেতা হাসপাতাল নিয়ে গেলে হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বগাচতর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল গফফার বলেন,  আমরা সকলে বাড়িতেই ছিলাম। কখনো যে চোখের আড়ালে সে পানির দিকে চলে গেলো টেরও পায়নি। এই দু:খজনক ঘটনায় পরিবার ও আত্মীয় স্বজনদের মাঝে নেমে এসেছে  শোকাবহ পরিবেশ।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions