শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

রাঙামাটি পৌরসভার নির্বাচনে মেয়র পদে ৫জন ও কাউন্সিলার পদে ৬০জন নির্বাচন করছে

প্রকাশঃ ২৬ জানুয়ারী, ২০২১ ০৮:২১:৫৯ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ০৬:৩৪:৪৮  |  ১১৫০
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। চতুর্থধাপে রাঙামাটি পৌরসভার নির্বাচন ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার ছিলো মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন। মেয়র পদে কেউ মনোনয়ন প্রত্যাহার না করলেও কাউন্সিলার পদে ২জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এরা হলেন ৬নং ওয়ার্ডে পলাশ কুসুম চাকমা ৪ নং ওয়ার্ডের শহীদউদ্দিন চৌধুরী। রাঙামাটি পৌরসভার নির্বাচনে মেয়র পদে ৫ জন কাউন্সিলার পদে ৪১ জন সংরক্ষিত কাউন্সিলার পদে ১৯জন নির্বাচন করবেন।

মেয়র পদে আওয়ামীলীগের আকবর হোসেন চৌধুরী, বিএনপির এডভোকেট মামুনুর রশীদ, জাতীয় পার্টির প্রজেশ চাকমা, বিপ্লবী ওয়াকার্স পার্টির আবদুল মান্নান রানা ও স্বতন্ত্র প্রার্থী হিসাবে আওয়ামীলীগের উপ প্রচার সম্পাদক অমর কুমার দে নির্বাচন করছেন।

সহকারী রিটানিং অফিসার জাহিদুল ইসলাম জানান, কাল ২৭ জানুয়ারী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে।  ২৮ জানুয়ারী থেকে প্রার্থীরা নির্বাচনী প্রচারণা শুরু করবেন। আগামী ১৪ ফেব্রুয়ারী রাঙামাটি পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রাঙামাটি পৌরসভার মোট ভোটার ৬২,৮৮৪জন। এরমধ্যে পুরুষ ৩৪, ২৫২জন এবং নারী ভোটার ২৮, ৬৩২জন।


এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions