শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

সাজেকে সড়ক দূর্ঘটনায় ৮জন আহত

প্রকাশঃ ১৬ জানুয়ারী, ২০২১ ০২:৪২:০৩ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ০৪:৪৭:৩১  |  ১২১৪
সিএইচটি টুডে ডট কম, বাঘাইছড়ি (রাঙামাটি)। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলাধীন সাজেক পর্যটন এলাকায় সড়ক দূর্ঘটনায় ৮ জন আহত হয়েছে। শনিবার (১৬ জানুয়ারী) সকালে  সাজেক যাওয়ার পথে পর্যটকবাহী একটি নোহা মাইক্রোবাস সাজেকের শিজক ছড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে এই দূর্ঘটনাটি ঘটে।

খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী ও সেনাবাহিনী আহতদের দ্রুত চিকিৎসার জন্য দীঘিনালা সদর হাসপাতালে প্রেরণ করেন। 

ঘটনাস্থলে সেনাবাহিনীর একটি টিম স্থানীয়দের সহায়তায় দূর্ঘটনায় পাহাড়ী খাদে পড়ে যাওয়া গাড়িটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

এ বিষয়ে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসরাফিল মজুমদার জানান, শিজক  ছড়া এলাকায় সকালে পর্যটকবাহী একটি গাড়ী সাজেক যাওয়ার পথে নিয়ন্ত্রন হারিয়ে  পাহাড়ের খাদে পড়ে গেলে এই দূর্ঘটনাটি ঘটে।

তিনি জানান, আহতদের দ্রুত উদ্ধার করে দীঘিনালা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দূর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধারে কাজ করছে যৌথবাহিনী।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions