শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে

রাঙামাটি সদর জোনের উদ্যোগে ত্রাণ সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ

প্রকাশঃ ১০ জানুয়ারী, ২০২১ ০৬:২৩:৩১ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ১০:২৫:৩৯  |  ৮০২
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাঙামাটি সেনাবাহিনীর সদর জোনের উদ্যোগে রাঙামাটি পৌর এলাকার পাহাড়ী ও বাঙালী অসহায় দু:স্থদের মাঝে ত্রাণ সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।  
রোববার সকালে রাঙামাটি সদর জোনে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। 

২৪ পদাতিক ডিভিশনের নির্দেশনায় রাঙামাটি রিজিয়নের তত্বাবধানে রাঙামাটি সদর জোন কমান্ডার লে: কর্ণেল রফিকুল ইসলাম পিএসসি এই কার্যক্রমের নেতৃত্ব দেন। এসময় রাঙামাটি সদর জোনের উপ অধিনায়ক মেজর মো: আবদুর রাজ্জাক, জোনাল ষ্টাফ অফিসার মেজর নাজমুল হাসান এবং এ্যাজুটেন্ট ক্যাপ্টেন মাহামুদুর রহমান উপস্থিত ছিলেন।

সামাজিক দুরত্ব বজায় রেখে প্রায় শতাধিক নারী পুরুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় জোন কমান্ডার জানান, পাহাড়ের মানুষের নিরাপত্তার পাশাপাশি সামাজিক সুরক্ষায়ও দায়িত্ব পালন করছে সেনাবাহিনী।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions