বৃহস্পতিবার | ২৫ এপ্রিল, ২০২৪

রাঙামাটির ২২ মামলার আসামিকে চট্টগ্রামে গ্রেফতার

প্রকাশঃ ০৭ জানুয়ারী, ২০২১ ১০:০২:৩৪ | আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৪ ০১:৩৯:২৯  |  ১৮৫১
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির ২২ মামলার আসামিকে চট্টগ্রামে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মো. রুবেল (৩৬)। সে রাঙামাটি রুবেল মটরস ও রুবেল ইলেকট্রনিক্স দোকানের মালিক। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে চট্টগ্রামের চকবাজার থানা, ডবলমুরিং ও পাঁচলাইশ থানার নগরীর চকবাজারের ইউসিবি ব্যাংক সংলগ্ন এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামি রুবেলকে চট্টগ্রাম মহানগর দায়রা ও জজ আদালতে চালান দেয়া হয়েছে।  

জানা গেছে, ২০১৯ সালের ২৯ অক্টোবর রাঙামাটি দায়রা ও জজ আদালতে রুবেলকে এসসি ৯০/১৯ মামলায় ১৩৮ ধারায় ১ বছরের সশ্রম কারাদন্ড এবং ১৫ লাখ টাকা অর্থদন্ড দেয়া হয়। এ ছাড়াও রুবেলের বিরুদ্ধে চট্টগ্রাম যুগ্ম মহানগর দায়রা (৩য়) আদালতে ১৩৮ ধারায় এসটি-৮০২৩/১৮ মামলায় ২০২০ সালের২২ নভেম্বর ১ বছরের সশ্রম কারাদন্ড এবং ৩৭ লাখ ৩০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়। এভাবে রাঙামাটি ও চট্টগ্রামে তার বিরুদ্ধে ২২ মামলা রয়েছে। আসামি রুবেল এতদিন পলাতক ছিল।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions