বৃহস্পতিবার | ২৮ মার্চ, ২০২৪

মুজিব বর্ষ উপলক্ষে জেলা প্রশাসনের ১০০ সেলাই মেশিন বিতরণ

প্রকাশঃ ০৭ জানুয়ারী, ২০২১ ০৫:৪২:৫৭ | আপডেটঃ ২৬ মার্চ, ২০২৪ ০১:০১:২২  |  ৭৬৮
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসন আত্নকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অসহায় দারিদ্র নারীদের মাঝে ১০০ সেলাই মেশিন বিতরণের উদ্যোগ নিয়েছে। তারই আলোকে বুধবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ১০জন নারীর হাতে সেলাই মেশিন তোলে দেন রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মামুন মিয়াসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতি সপ্তাহে একদিন জেলা প্রশাসক বিভিন্ন মানুষের অভাব অভিযোগ শুনেন এবং সে অনুযায়ী ব্যবস্থা নেন। জেলা প্রশাসক সেলাই মেশিন বিতরণ ছাড়াও হত দরিদ্র শিক্ষার্থীকে বই এবং অসুস্থ্য রোগীর জন্য ওষুধ কিনে দেন।

এসময় জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ জানান, হত দরিদ্র নারীরা যেন ঘরে বসেই সেলাইয়ের কাজ  করে নিজ পায়ে দাঁড়াতে পারেন সে কারণে সেলাই মেশিন বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। পর্যায়ক্রমে ১০০ নারীর হাতে সেলাই মেশিন তোলে দেয়া হবে।  



এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions