শনিবার | ২০ এপ্রিল, ২০২৪

গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে কাপ্তাইয়ে আওয়ামীলীগের আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ

প্রকাশঃ ৩০ ডিসেম্বর, ২০২০ ০৪:৪৮:২৬ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ০৭:০৫:৪৯  |  ৫৯০
সিএইচটি টুডে ডট কম, কাপ্তাই (রাঙামাটি)।  গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বুধবার(৩০ ডিসেম্বর)  সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার হতে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়।  আনন্দ শোভাযাত্রাটি কাপ্তাই সড়ক  হয়ে বড়ইছড়ি বাজার প্রদক্ষিণ করে উপজেলা সদর হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে মিলিত হন।

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য অংসুই ছাইন চৌধুরী সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আক্তার হোসেন মিলন এর সঞ্চালনায় এসময়  কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে  বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ হানিফ,  কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলীল,  উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ,  ওয়াগ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল দে,  কাপ্তাই শ্রমিক লীগের সাধারণ সম্পাদক  মীর মহসিন, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মনোয়ার জাহান,  কৃষকলীগের সভাপতি মোঃ সামশুদ্দিন,   উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ,  স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একরামুল হক,  কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ আর লিমন।

আনন্দ শোভাযাত্রা ও সমাবেশে রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক,  উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান    আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, সাবেক সহ সভাপতি বিদর্শন বড়ুয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মাকসুদুর রহমান বাবুল, সুজন তনচংগ্যা ধনা , উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ভোলানাথ তনচংগ্যা, কাপ্তাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী সামসুল ইসলাম আজমীর, সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারী বাদল, চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস কন্ট্রটাকটর, সম্পাদক কামরুল হাসান, ওয়াগ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান চিরন্জিত তনচংগ্যা, রাইখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ কার্বারী, চিৎমরম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নেথোয়াই মারমা, সম্পাদক নুরুল আলম চৌধুরী,   কাপ্তাই বিদ্যুৎ  শ্রমিক লীগ( সিবিএ) সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সুধীর তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি নাছির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফজলুল কাদের মানিক, উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি মোস্তফা আহমেদ, সাধারণ সম্পাদক সুভাষ দাশ, উপজেলা ছাত্রলীগের সভাপতি এম নুর উদ্দিন সুমন,  সহ কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উপজেলা ও ইউনিয়ন এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  


এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions