শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে জুয়েল-ধূমকেতু প্যানেল বিজয়ী

প্রকাশঃ ১৩ ডিসেম্বর, ২০২০ ১১:১৭:১০ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ০৫:০২:৪২  |  ১৪২৫
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার(ডিএসএ) দশম সাধারণ নির্বাচনে সাধারণ সম্পাদক জুয়েল চাকমা ও অতিরিক্ত সাধারণ সম্পাদক ধূমকেতু মারমার প্যানেল বিজয়ী হয়েছে। শনিবার  (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় খাগড়াছড়ি স্টেডিয়ামে ভোট গণনা শেষে রির্টানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ ফলাফল ঘোষণা করেন। এরআগে, সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থায় পদাধিকারবলে জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস সভাপতি নির্বাচিত। এছাড়া সাধারণ সম্পাদক পদে জুয়েল চাকমা ও অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে কোন প্রার্থী না থাকায় দুই পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত।

সহ-সভাপতি পদে ৭৩ ভোটে মো. শানে আলম, ৫৫ ভোটে নুরুল আজম, ৫১ ভোটে রফিকুল আলম ও ৫০ ভোটে বিশ্বজিৎ চাকমা নির্বাচিত। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. আজাহার আলী হীরা ৬৩ ভোট ও ক্যহ্লাসাই চৌধুরী ৬১ ভোট পেয়ে নির্বাচিত। কোষাধ্যক্ষ পদে ৫৯ ভোট পেয়ে বৈরী মিত্র চাকমা নির্বাচিত। এছাড়া ৭৩ ভোটে সুমন মল্লিক, ৭১ ভোটে মো. মুজাহিদুল ইসলাম বাবু, ৭০ ভোটে পরিমল কর্মকার, ৭০ ভোটে শান্ত মনি ত্রিপুরা প্রশান্ত, ৬৯ ভোটে কংক দেওয়ান, ৬৮ ভোটে রুতান চৌধুরী, ৬৮ ভোটে মোহাম্মদ মমিনুল হক, ৬৭ ভোটে মো. ইসমাইল, ৬৭ ভোটে অজিতাশ্ব খীসা রিংকু, ৬৬ ভোটে নোভেল চাকমা, ৬৫ ভোটে প্রদীপ কুমার ত্রিপুরা, ৬১ ভোটে অংসা মারমা, ৫৪ ভোটে দেবেন্দ্র লাল চাকমা ও ৫২ ভোটে নিপুল চাকমা নির্বাচিত।

যুগ্ম সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও নির্বাহী সদস্য পদে নির্বাচিতরা সবাই জুয়েল-ধুমকেতু প্যানেলের।

উপজেলা ক্রীড়া সংস্থার সংরক্ষিত পদে ৭৩ ভোট পেয়ে পানছড়ি উপজেলার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহজাহান কবির সাজু ও  ৭১ ভোটে দীঘিনালা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার মুৎসুদ্দী নির্বাচিত। সংরক্ষিত নির্বাহী সদস্য (মহিলা) পদে ফারজানা আজম ও তৃষ্ণা চাকমা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত।

খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ নির্বাচনে ২১ পদে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত জেলা ক্রীড়া সংস্থায় কাউন্সিলরের সংখ্যা ৮৯ জন। নির্বাচনে ভোট প্রদান করেছেন ৮১ জন কাউন্সিলর।


স্পোর্টস |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions