শনিবার | ২০ এপ্রিল, ২০২৪

রাঙামাটিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

প্রকাশঃ ১৯ নভেম্বর, ২০২০ ০৭:০৬:২৯ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ১১:৩৭:০৫  |  ৮৩৯
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। " প্রশিক্ষণ পরিকল্পনা প্রস্তুতি, দুর্যোগ মোকাবেলায় আনবে গতি" এ শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় রাঙামাটি জেলাতেও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ  শুরু হয়েছে।

বৃহস্পতিবার ( ১৯ নভেম্বর) সকালে  রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে  এ সপ্তাহের উদ্বোধন করেন। এসময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাঙামাটি অঞ্চলের সহকারী পরিচালক রতন কুমার নাথ, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীসহ ফায়ার সার্ভিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় জেলা প্রশাসক মামুনুর রশীদ বলেন, আগুন নেভানো, আহতের সেবাসহ সকল মানবিক উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের কর্মীরা নিরলস ভাবে ঝুঁকি নিয়ে কাজ করে। শুধু তাই নয়, দেশের যেকোন দূর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিসের কর্মীরা জনগণের পাশে থাকে।

জেলা প্রশাসক আরও বলেন, পাহাড়ি এলাকায়  প্রাকৃতিক দুর্যোগ লেগে থাকে। এ দুর্যোগে কীভাবে মোকাবেলা করা যায় সে সর্ম্পকে কাজ করতে হবে। দুর্যোগ মোকাবিলায় জনগণকে সচেতন করে গড়ে তুলতে হবে। এইজন্য ফায়ার সার্ভিসের সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বলে তিনি মন্তব্য করেন।

পরে একটি যান্ত্রিক মহড়া অনুষ্ঠিত হয়।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions