শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

রাঙামাটিতে নিরাপদ সড়ক দিবস পালন

প্রকাশঃ ২২ অক্টোবর, ২০২০ ০৫:১১:১১ | আপডেটঃ ২৯ মার্চ, ২০২৪ ০৩:২৯:৩৪  |  ৭২০
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে ‘মুজিব বর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ’ এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০) সকাল ১১টায় রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিআরটিএ রাঙামাটি সার্কেলের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


সভায় বক্তারা বলেন, সারা দেশের ন্যায় পার্বত্য চট্টগ্রামে সড়ক দুর্ঘটনার সংখ্যা কম। পাহাড়ের সড়কের মান উন্নত করা হলে এটি পুরোপুরি বন্ধ হয়ে আসবে। এসময় বক্তারা বলেন চালকদের বিশ্রাম দেওয়ার জন্য মালিক পক্ষকে উদ্যোগ নিতে হবে। কারণ চালকরা অবিরাম গাড়ি চালানোর কারণে ক্লান্ত হয়ে পড়েন। এতে তারা দুর্ঘটনার সম্মুখীন হয়।

অনুষ্ঠানে রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক শিল্পী রানী রায়, অতিরিক্ত পুলিশ সুপার ছুফি উল্লাহ,  বিআরটিএ ইনসপেক্টর শফিউল ইসলাম, রাঙামাটি সদর ট্রাফিক ওসি ইসমাইল হোসেন, বাস মালিক সমিতির নেতা মঈনউদ্দিন সেলিমসহ আরো অনেকে।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions