বৃহস্পতিবার | ২৫ এপ্রিল, ২০২৪

লংমার্চে হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ

প্রকাশঃ ২০ অক্টোবর, ২০২০ ১২:০৭:১৫ | আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৪ ১২:১৫:৩৫  |  ৮৬২
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। ‘ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে’ ঢাকা থেকে নোয়াখালী অভিমুখে বাম সংগঠনগুলোর  লংমার্চে ফেনীতে হামলার প্রতিবাদে পার্বত্য জেলা রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।

মঙ্গলবার সকাল এগোরোটায় রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের অনুষ্ঠিত সমাবেশে জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রান্ত দেবনাথ, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি সৈকত রঞ্জন চৌধুরী, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট রাঙামাটি শহর কমিটির আহ্বায়ক সুজন তঞ্চঙ্গ্যা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাঙামাটি জেলা কমিটির সভাপতি সমীর কান্তি দে প্রমুখ বক্তব্য দেন।

পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপায় গিয়ে শেষ হয়।

সমাবেশ নেতৃবৃন্দ বলেন, ‘ছাত্র-জনতা একটি সুশৃঙ্খলা আন্দোলন চালিয়ে গেলেও ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। হামলায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। অথচ হামলার সময় নিস্ক্রিয় ভূমিকা পালন করেছে আইন-শৃঙ্খলাবাহিনী।’ এসময় তারা হামলার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানান।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions