শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

উপ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে রাঙামাটি বিএনপির মানববন্ধন

প্রকাশঃ ১৯ অক্টোবর, ২০২০ ১০:৫৯:৪৪ | আপডেটঃ ২৯ মার্চ, ২০২৪ ০৫:৩১:১৪  |  ৭৯৪
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। ঢাকা ৫ নওগাঁ ৬ আসনের উপ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে রাঙামাটি জেলা বিএনপির উদ্যোগে সকালে দলীয় কার্যালয়ের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।

জেলা বিএনপির সভাপতি হাজী শাহ আলমের সভাপতিত্বে এতে সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, জেলা বিএনপির যুগ্ন সম্পাদক মামুনুর রশীদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট সাইফুল ইসলাম পনির, জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল, সাধারন সম্পাদক আবু সাদাৎ সায়েমসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকার একের পর এক জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে নির্বাচনের নামে প্রহসন করছে । নির্বাচন কমিশনসহ দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে ক্ষমতাসীন দল।

সরকার নিজেদের লোককে জেতাতে সংসদ নির্বাচন থেকে শুরু করে স্থানীয় সরকারের সব নির্বাচন দলীয়করণ করেছে। দেশে গনতন্ত্র পুন:প্রতিষ্ঠায় জনগনকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি দেন বক্তারা।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions