বৃহস্পতিবার | ২৮ মার্চ, ২০২৪

উন্নয়ন বোর্ডের ব্যবস্থাপনায় বঙ্গবন্ধু জাতীয় অ্যাডভেঞ্চার উৎসবের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ১৯ অক্টোবর, ২০২০ ১০:৫০:২২ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ১১:৩৮:২৬  |  ৭৩৭
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ব্যবস্থাপনায় বঙ্গবন্ধু জাতীয় অ্যাডভেঞ্চার উৎসব ২০২১ আয়োজনের নিমিত্ত প্রস্তুতিমূলক সভা রাঙামাটিস্থ বোর্ডের প্রধান কার্যালয় কর্ণফুলী সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য প্রশাসন আশীষ কুমার বড়–য়ার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান জনাব নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি।

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান  নূরুল আলম নিজামী (অতিরিক্ত সচিব),  তরুণ কান্তি ঘোষ, অবসর প্রাপ্ত অতিরিক্ত সচিব ও ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন, সুবিনয় ভট্টাচার্য্য, বাংলাদেশ অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন, সজল কান্তি বনিক (উপসচিব), প্রতিনিধি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়,  আশীষ কুমার বড়–য়া (যুগ্মসচিব), সদস্য প্রশাসন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, ড. প্রকাশ কান্তি চৌধুরী (উপসচিব), সদস্য পরিকল্পনা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, মোহাম্মদ হারুন-অর-রশীদ (উপসচিব), সদস্য বাস্তবায়ন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান রিজিয়ন কমান্ডার প্রতিনিধি মেজর মোঃ মাহবুবুল আলম, বিএম, আরএম রিজিয়ন, রাঙামাটি জেলা প্রশাসকের প্রতিনিধি মোঃ ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার, খাগড়াছড়ি জেলা প্রশাসকের প্রতিনিধি মোঃ সাজ্জাদ হোসেন, সহকারী কমিশনার, রাঙামাটি পুলিশ সুপার প্রতিনিধি মোঃ আবদুল আউয়াল চৌধুরী, সহকারী পুলিশ সুপার, খাগড়াছড়ি পুলিশ সুপার প্রতিনিধি মোঃ মেহেদী হাসান অতিরিক্ত পুলিশ সুপার, বান্দরবান পুলিশ সুপার প্রতিনিধি মোঃ আবদুল কুদ্দুস ফরাজী পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার, রাঙামাাটি সিভিল সার্জন ডা: বিপাশ খীসা, খাগড়াছড়ি সিভিল সার্জন ডা:  নুপুর কান্তি দাশ, মিজ্ ফাতেমা তুজ জোহরা উপমা, নির্বাহী অফিসার, রাঙামাটি সদর উপজেলা, বান্দরবান সিভিল সার্জন প্রতিনিধি, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স রাঙামাটি ও বান্দরবান সহকারী পরিচালক, মংছেনলাইন রাখাইন উপসচিব ও চেয়ারম্যানের একান্ত সচিব, রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বোর্ডের উদ্ধর্তন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন সরকারী বেসরকারী সংস্থার প্রতিনিধি/কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সোমবার বেলা দুপুর ১২টায় স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে বঙ্গবন্ধু জাতীয় অ্যাডভেঞ্চার উৎসব ২০২১ প্রস্তৃতিমূলক সভায় সভাপতি বলেন, গত ১১-১৫ জানুয়ারি ২০২০ খ্রি. তারিখে অনুষ্ঠিত বঙ্গবন্ধু জাতীয় অ্যাডভেঞ্চার উৎসব ২০২০ জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে অত্যন্ত প্রশংসিত হয়েছে। তারই ধারাবাহিকতায় আগামী ১১-১৫ জানুয়ারি ২০২১ তারিখ পর্যন্ত সময়ে বঙ্গবন্ধু জাতীয় অ্যাডভেঞ্চার উৎসব ২০২১ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠান রাঙামাটির চিং হ্লা মং চৌধুরী মারি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এ উৎসবে তিন পার্বত্য জেলা হতে ৫০ জন এবং জাতীয় পর্যায় থেকে ৫০জন সর্বমোট ১০০জন অ্যাডভেঞ্চারার অংশগ্রহণের সুযোগ থাকবে। অ্যাডভেঞ্চার উৎসবে ট্রি ট্রেইল, কায়াকিং, ট্রি ট্রেইল রোপ কোর্স, মাউন্টেইন বাইক, জিপলাইন ইভেন্টসমূহ পরিচালনা, তিন পার্বত্য জেলায় ঝুঁকিপূর্ণ রাস্তা দ্রুত মেরামত ব্যবস্থা গ্রহণ ও এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগকে পত্র প্রেরণ, সরকারি নির্ধারিত স্বাস্থ্য বিধি কঠোরভাবে পালনের লক্ষ্যে অংশগ্রহণকারীদের রেজিস্ট্রেশনের তারিখ হতে সর্বোচ্চ ৭২ ঝ ঘন্টা সময় সীমার মধ্যে করোনা নেগেটিভ সনদ দাখিল এবং সফল বাস্তবায়নের জন্য বিভিন্ন কমিটি ও উপকমিটি’র দায়িত্ব ও কর্তব্য পালন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় উপস্থিত সকলে তিন পার্বত্য জেলায় অ্যাডভেঞ্চার উৎসব আয়োজন করায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডকে ভূয়সী প্রশংসা করেন এবং প্রতিবছর অ্যাডভেঞ্চার উৎসব আয়োজন করার জন্য সভাপতিকে অনুরোধ জানান।
   

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions