বৃহস্পতিবার | ২৫ এপ্রিল, ২০২৪

কাল রাঙামাটির যে সব স্থানে বিদ্যুৎ থাকবে না

প্রকাশঃ ২৫ সেপ্টেম্বর, ২০২০ ০৭:০৩:৩২ | আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৪ ০৩:২৬:৫৪  |  ১৪৯৮
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি বিদ্যুৎ বিভাগের ৩৩ কেভির আওতাধীন ইন্টারকানেক্টর লাইনের আশপাশে গাছের ডাল পালা, বাঁশ ইত্যাদি কর্তন ও রাইট-অফ-ওয়ে পরিস্কারকরণ কাজের জন্য আগামীকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮ থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ লাইনের সংযোগ থাকবে না।

বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত জরুরী বিদ্যুৎ বন্ধের নোটিশে এসব কথা বলা হয়।

যে সব স্থানে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত  বিদ্যুৎ থাকবে না

১)   ৩৩ কেভি ফিডারের ইন্টারকানেক্টর লাইনের মাঝেরবস্তি উপকেন্দ্রের  আওতাধীন সকল বিদ্যুতায়িত এলাকা যথা তবলছড়ি, রিজার্ভ বাজার, বনরুপা ইত্যাদি এলাকা।
২)   তবলছড়ি ফিডারের মাঝেরবস্তি, কাশেমবাজার, সিদ্ধিভবন এলাকা, তবলছড়ি বাজার, ওয়াপদা কলোনী, স্বর্ণটিলা, ওমদামিয়া পাহাড়, বিজিবি ক্যাম্প, খানঁবাড়ী এলাকা, এডিসি হিল, সিলেটী পাড়া, পর্যটন এলাকা, আনন্দবিহার ইত্যাদি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।


রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions