বৃহস্পতিবার | ২৫ এপ্রিল, ২০২৪

সাধারন মানুষকে স্বাস্থ্য সচেতন করতে ছাত্রলীগের মাস্ক বিতরণ ও প্রচারণা

প্রকাশঃ ০৭ সেপ্টেম্বর, ২০২০ ০৭:০৮:১০ | আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৪ ০৪:১৮:৩৮  |  ১১৪২
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাম মোকাবেলায় মাস্ক ব্যবহার ও মাস্ক এর গুরুত্ব তোলে ধরে জনসচেতনতা সৃষ্টি করতে রাঙামাটি পৌর ছাত্রলীগ, সদর উপজেলা ছাত্রলীগ এর সমন্বয়ে শহরে মাস্ক বিতরণ ও প্রচারণা চালানো হয়েছে।

জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বরের সহযোগিতা ও নির্দেশনায় সকালে শহরের তবলছড়ির কালিমন্দির, বাজার এলাকা, টেক্সী ষ্টেশনসহ গুরুত্বপূর্ণ এলাকায় জনসাধারনের মাঝে মাস্ক এর ব্যবহার সর্ম্পকে সচেতনতা সৃষ্টি, দিনমজুর  ও দরিদ্র মানুষ, সিএনজি চালকসহ বিভিন্ন মাঝে মাস্ক বিতরণ করা হয়। এছাড়া সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানানো হয়।

এসময় রাঙামাটি জেলা ছাত্রলীগ নেতা সাইফুল আলম রাশেদ, রুপন দাশ, পলাশ বড়ুয়া, দীপায়ন বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী (বাপ্পা), মাইনুল ইসলাম শাকিল, সাংগঠনিক সম্পাদক মিশকাতুর রহমান, দপ্তর সম্পাদক নুর আলম, উপ দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম স্বাধীন, সুমন দাশ ববি, সদস্য ওবায়দুল হক তুষার সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি এইচ এম আলাউদ্দিন, সাধারণ সম্পাদক অপু শ্রীং লেপচা, সদর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি বেলাল হোসেন রুবেল, প্রচার সম্পাদক বনি মাহমুদ, সহ সম্পাদক মোঃ জোবায়ের, রাঙামাটি সরকারি কলেজ শাখার সাবেক দপ্তর সম্পাদক মোঃ সোহেল, অর্থ সম্পাদক সাব্বির রহমান, উপ পাঠাগার বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন, সদস্য আরিফুল ইসলাম মানিকসহ ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

মাস্ক বিতরণকালে ছাত্রলীগ নেতৃবৃন্দ সুস্থ্য থাকার জন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।  


রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions