শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

মুক্তিযোদ্ধা সমাবেশে হামলাকারীদের শাস্তির দাবীতে রাঙামাটিতে মানববন্ধন

প্রকাশঃ ০৫ সেপ্টেম্বর, ২০২০ ০৬:১১:৪৭ | আপডেটঃ ২৯ মার্চ, ২০২৪ ০২:১২:৫৩  |  ৮২০
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। চট্টগ্রামে বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশে বাঁশখালির এমপি মোস্তাফিজুর রহমানের অনুসারীদের হামলায় এমপি মোস্তাফিজসহ হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রাঙামাটি জেলা।

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রাঙামাটি জেলার আহবায়ক নূর আজাদ চৌধুরী সভাপতিত্বে  রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে  শনিবার ১১ টায় অনুষ্ঠিত মানবন্ধন ও সমাবেশে চট্টগ্রামে হামলার মদদদাতা এমপি মোস্তাফিজুর রহমানের বিচার দাবী সহ কক্সবাজারে মুক্তিযোদ্ধার সন্তান মেজর সিনহা হত্যা এবং দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বীর মুক্তিযোদ্ধার সন্তান ওয়াহিদা খানমের উপর হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেছে।

সমাবেশে বক্তব্য রাখেন সুব্রত দাশ, জুয়েল বড়ুয়া, উত্তম দেবনাথ, দিদারুল আলম, রবি বড়ুয়া, জেলা ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক সোহেল চাকমা, রাঙামাটি জেলা ছাত্র ইউনিয়নের সাধারন সম্পাদক প্রান্ত দেব নাথ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব সৈকত রঞ্জন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সুকুল রতন বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা চাঁন্দু বড়ুয়া। এ ছাড়াও জেলা যুবলীগের সাধারন সম্পাদক নূর মোহাম্মদ কাজল, জেলা যুব ইউনিয়নের সভাপতি এম জিসান বখতেয়ার, খেলাঘর আসর রাঙামাটি জেলা সভাপতি জাহেদ আবেদীন, একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি সুনীল কান্তি দে সংহতি প্রকাশ করেন।

উল্লেখ্য : বাঁশখালীর সাংসদ কর্তৃক মুক্তিযোদ্ধাদের সম্মান ক্ষুন্ন করা, বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদকারী শহীদ মৌলভী সৈয়দের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা ডা. আলী আশরাফকে গার্ড অব অনার না দেয়া এবং বাঁশখালীতে এমপি মোস্তাফিজ কর্তৃক মৌলভী সৈয়দের পরিবারকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ২৬ আগষ্ট সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন সমাবেশের আয়োজন করে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions