শুক্রবার | ১৯ এপ্রিল, ২০২৪
রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের মানববন্ধন

জেএসএস ও ইউপিডিএফসহ অস্ত্রধারী পাহাড়ি সংগঠনগুলোকে নিষিদ্ধ করার দাবি

প্রকাশঃ ১৬ অগাস্ট, ২০২০ ০৭:২৬:১৯ | আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৪ ০২:১৪:৪৮  |  ১৩০৭
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। জেসএস ও ইউপিডিএফসহ পার্বত্য চট্টগ্রামের অস্ত্রধারী পাহাড়ি সংগঠনগুলোকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতৃবৃন্দ। এ সময় সন্ত্রাসী ও চাঁদাবাজির নেতৃত্বদানকারী আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমাকে অপসারণের দাবিও জানানো হয়।

খাগড়াছড়ির দীঘিনালায় সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে গৃহবধু মুর্শেদা বেগমকে হত্যার প্রতিবাদে রোববার রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পার্বত্য চট্টগ্রাম নাগরিকে পরিষদ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে।

সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি সাব্বির আহমেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহা সচিব আলমগীর কবির। এ সময় কেন্দ্রীয় অর্থ সম্পাদক মোহাম্মদ সোলায়মান, জেলার নেতা নাদিরুজ্জামান, কাজী মোঃ জালোয়া, হাবীব আজম, মহিলা পরিষদ নেতা মোর্শেদা আক্তার বক্তব্য রাখেন।

সমাবেশ চলাকালে আধাঘন্টাব্যাপী চট্টগ্রাম-রাঙামাটি মহা সড়ক অবরোধ করে রাখা হয়। এ সময় বক্তারা আরো বলেন, পাহাড়ের অবৈধ অস্ত্রধারীরা দিনের পর দিন বেপরোয়া হয়ে উঠেছে। এ সসব অস্ত্রাধারীদের দমন করতে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান চালাতে হবে। অন্যথায় পার্বত্য চট্টগ্রামের সার্বভৌমত্ব হুমকিতে পড়বে বলে বক্তারা উল্লেখ করেন।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions