শনিবার | ২০ এপ্রিল, ২০২৪

বান্দরবানে নতুন করে ১৯জনসহ মোট আক্রান্ত ৫৮২

প্রকাশঃ ০৬ অগাস্ট, ২০২০ ০৪:২৫:৪৩ | আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৪ ০৮:২৯:৩১  |  ১১৫৭
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান।  গেল ২৪ ঘন্টায় বান্দরবানে ১৯জন করোনা রোগী সনাক্ত হয়েছে। সনাক্তদের মধ্যে বান্দরবান সদরেই ১৯ জন রয়েছেন। নতুন সনাক্তদের হাসপাতালের আইসোলেশানে নেওয়ার ব্যবস্থা করছে বান্দরবানের স্বাস্থ্য বিভাগ।

বান্দরবানের স্বাস্থ্য বিভাগ জানায়, বান্দরবান জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৫৮২ জন আর ৪১৯ জন চিকিৎসা শেষে সুস্থ হয়েছে। হোম কোয়ারেন্টিনে এ পর্যন্ত ১ হাজার ১শত ৬জন জন ছিল তার মধ্যে ১ হাজার ১শত ৬জন রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ১শত ১১জন ছিল এর মধ্যে ১শত ১১জনকেই ছাড়পত্র দেয়া হয়েছে।

স্বাস্থ্য বিভাগ আরো জানায়,এই পর্যন্ত বান্দরবানে নমুনা সংগ্রহ করা হয়েছে ৪হাজার ৯২ জনের,তার মধ্যে রির্পোট এসেছে ৩ হাজার ৭শত ৫৪ জনের, এদের মধ্যে ৫৮২জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions