শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪
রাঙামাটি প্রাণী সম্পদ বিভাগের উপকরণ

আধুনিক পদ্ধতিতে গরু মোটাতাজা করণে খামারিদের মাঝে উপকরণ বিতরণ

প্রকাশঃ ১৬ জুলাই, ২০২০ ১২:৪৫:৪৩ | আপডেটঃ ২৯ মার্চ, ২০২৪ ০১:০৬:৪৭  |  ৮১০
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। আধুনিক পদ্ধতিতে গরু হৃষ্টপুষ্ঠকরণ বা মোটাতাজা করণ প্রকল্পের আওতায় রাঙামাটির নির্বাচিত খামারিদের বিভিন্ন উপকরণ বিতরণ শুরু হয়েছে। বৃহস্পতিবার রাঙামাটি সদর উপজেলায় সাপছড়ি ইউনিয়নে  নির্বাচিত ৯ জন খামারীদের মাঝে জেলা প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে প্রকল্পের বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

সাপছড়ি প্রানী সম্পদ অফিসের উপকেন্দ্র প্রাঙ্গনে রাঙামাটি জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বরুণ কুমার দত্ত খামারীদের মধ্যে এসব উপকরণ বিতরণ করেন। এসময় উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা প্রীতিরেশ দেওয়ান , বিনিময় চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা বরুণ কুমার দত্ত আসন্ন কোরবানি ঈদে পশুর হাটে না গিয়ে অন লাইনে পশু বিক্রি করার উপর গুরত্বারোপ করেন। তিনি বলেন, জেলা প্রাণী সম্পদ বিভাগ ইতোমধ্যে পশু বিক্রয় রাঙামাটি নামে একটি অন লাইন পেইজ খুলেছে। তিনি পশু বিক্রি করার জন্য এ অনলাইন সুবিধা গ্রহনের জন্যও খামারীদের আহবান জানান।

তিনি বলেন, রাঙামাটির সব কটি উপজেলায় প্রাণী সম্পদ বিভাগ নির্বাচিত খামারীদের মাঝে গরু হৃষ্টপুষ্ঠকরণ প্রকল্পের আওতায় উপকরণ বিতরণ করবে।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions