শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

রাবিপ্রবিতে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন

প্রকাশঃ ১৬ জুলাই, ২০২০ ০৬:৪২:০৫ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ০৯:৩৮:৩৪  |  ৯৪৮
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর “জন্মশত বার্ষিকী (মুজিববর্ষ)”উপলক্ষে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে আজ ১৬ জুলাই সকাল সাড়ে ১১টায় রাঙামাটি জেলা প্রশাসন ও বনবিভাগের যৌথ উদ্যোগে বৃক্ষের চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি আসনের সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি  দীপংকর তালুকদার এবং বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা ও রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান উপস্থিত ছিলেন। বৃক্ষ রোপণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জনাব এ কে এমমামুনুর রশিদ ।

বন বিভাগ থেকে পর্যায়ক্রমে প্রায় তিন হাজার ফলজ, বনজ ও ওষধি বৃক্ষের চারা প্রদান করা হবে এবং বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে রোপণ করা হবে।

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তথ্য কর্মকর্তা পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান হয়।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions