বৃহস্পতিবার | ২৫ এপ্রিল, ২০২৪

নিহতদের পরিবারকে জেলা প্রশাসনের আর্থিক সহায়তা প্রদান

প্রকাশঃ ১৪ জুলাই, ২০২০ ০৬:১০:১১ | আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৪ ০৬:০০:২৮  |  ১২৮২
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে পিসিআর ল্যাব স্থাপনে বিদ্যুৎ সংযোগ স্থাপনের লাইনের কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট নিহত দুই শ্রমিকের পরিবারের পাশে দাঁড়িয়েছে রাঙামাটি জেলা প্রশাসন। দুর্ঘটনার পর দুপুরে নিহত ২ শ্রমিকের বাসায় গিয়ে রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ জনপ্রতি ২০ হাজার টাকা করে ৪০ হাজার  টাকার আর্থিক সহায়তা দেয়া হয়।

এসময় জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ নিহতদের পরিবারকে সান্তনা দেন। এসময় তিনি নিহতদের দাফনসহ নানা খরচের জন্য সরকারি সহায়তা স্বজনদের হাতে তোলে দেন।

প্রসঙ্গত: আজ মঙ্গলবার সকালে রাঙামাটি মেডিকেল কলেজ এ পিসিআর ল্যাব স্থাপনের কাজ করতে গিয়ে গর্ত খুড়ে লাইনের কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মো. আনোয়ার হোসেন (২৮) ও আবদুল আজিজ (২৬) মারা যান। তারা শহরের রিজার্ভ বাজার এলাকায় ভাড়া বাড়িতে থাকলেও  দু’জরেই গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ঈশ^রদী গ্রামে।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions