বৃহস্পতিবার | ২৮ মার্চ, ২০২৪
করোনা মোকাবেলা ও দুস্থ অসহায় রোগীর সাহাযার্থে

স্বাস্থ্য বিভাগকে অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করলো বান্দরবান পরিবার

প্রকাশঃ ৩০ জুন, ২০২০ ০৮:৫৪:৩৩ | আপডেটঃ ২০ মার্চ, ২০২৪ ১২:৫৬:৫৮  |  ৯৬৫
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। করোনা সংক্রমণ প্রতিরোধে বান্দরবান স্বাস্থ্য বিভাগের পাশে দাঁড়িয়েছে “বান্দরবান পরিবার” নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

মঙ্গলবার সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের হলরুমে বান্দরবান পরিবার নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন বান্দরবানের করোনা মোকাবেলা ও অসহায় দুস্থ পরিবারের জীবন বাঁচাতে বান্দরবান স্বাস্থ্য বিভাগকে ৯টি স্বয়ংক্রিয় অক্সিজেন কনসেনট্রেটর, ১শত চার্জার এলইডি লাইট, ১২শ লিটার বিশুদ্ধ পানির বোতল প্রদান করে।

এসময় বান্দরবানের সিভিল সার্জন ডা.অং সুই প্রু মারমা এই সকল স্বাস্থ্য সামগ্রী গ্রহণ করে।

অনুষ্ঠানে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা, সিভিল সার্জন ডা.অং সুই প্রু মারমা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম জাহাঙ্গীর ,ডেপুটি সিভিল সার্জন মং টি ঞো, বান্দরবান পরিবারের সমন্ধয়ক তৌহিদুর রহমান চৌধুরী(রাশেদ),রাজু বড়–য়াসহ পার্বত্য জেলা পরিষদ ও স্বাস্থ্য বিভাগের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
 
প্রসঙ্গত, বান্দরবানে স্বেচ্ছাসেবী সংগঠন “বান্দরবান পরিবার” করোনা মোকাবেলায় এই পর্যন্ত ২ হাজার ৭শত পরিবারকে ত্রান সহায়তা প্রদান করেছে এবঙ সর্বশেষ জেলার স্বাস্থ্য খাতের উন্নয়নে বান্দরবান  স্বাস্থ্য বিভাগকে ৯টি স্বয়ংক্রিয় অক্সিজেন কনসেনট্রেটর, ১শত চার্জার এলইডি লাইট ,১২শ লিটার বিশুদ্ধ পানির বোতল প্রদান করে।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions