মঙ্গলবার | ২৩ এপ্রিল, ২০২৪

রাঙামাটিতে করোনার উপসর্গ নিয়ে ১ নারীর মৃত্যু

প্রকাশঃ ২৭ জুন, ২০২০ ০৫:১৭:৫১ | আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৪ ০৫:৪৬:৩১  |  ১২৭৫
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে করোনার উপসর্গ নিয়ে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়েছে। মারা যাওয়া নারীর বয়স ৪০, তার বাড়ী শহরের চম্পকনগর এলাকায়। তার স্বামী স্বর্ণ ব্যবসায়ী এতটুকু   নিশ্চিত করলেও বিস্তারিত পরিচয় জানাতে চাননি রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ মোস্তফা কামাল।

ডা: মোস্তফা কামাল আরো জানান, মারা যাওয়া নারীর নমুনা সংগ্রহ করা হয়েছে এবং তাকে স্বাস্থ্যবিধি সৎকার করা হবে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, উক্ত নারীর ঠান্ডাজনিত কারনে বাসায় চিকিৎসা নিচ্ছিলেন, শনিবার সকালে তার শ্বাসকষ্ট দেখা দিলে স্বজনরা হাসপাতালে নিয়ে যায়, হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসার  জন্য তাকে চম্পকনগরের আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনষ্টিটিউট আরপিটিআই আইসোলশন কেন্দ্রে পাঠান। পাঠানোর ২ ঘন্টা পর দুপুর ১২টার দিকে তিনি মারা যান। 

এদিকে রাঙামাটিতে আজ দুপুর পর্যন্ত রাঙামাটিতে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ২৩১ জন, এর মধ্যে মারা গেছেন ৬জন এবং সুস্থ্য হয়েছেন ১০৩জন। রাঙামাটি থেকে এই পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ১৯৯২ জনের, রিপোর্ট এসেছে ১৭২৭ জনের, অপেক্ষামান রয়েছে ২৬৫ জনের রিপোর্ট।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions