মঙ্গলবার | ১৯ মার্চ, ২০২৪

রাঙামাটির কাপ্তাইয়ে ৭ জন আক্রান্ত, মোট আক্রান্ত ৬৮

প্রকাশঃ ০২ জুন, ২০২০ ০২:৫২:৫০ | আপডেটঃ ১৭ মার্চ, ২০২৪ ০৩:৩১:৩১  |  ১১৯৬
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির কাপ্তাইয়ে ৭জন নতুন করে আক্রান্ত হয়েছেন, এ নিয়ে রাঙামাটি জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৮ জনে। তবে তাদের পরিচয় জানাতে পারেনি রাঙামাটি জেলা স্বাস্থ্য বিভাগ।

সোমবার দিবাগতে রাতে চট্টগ্রামের ভেটেনারি এন্ড এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় থেকে আসা ৪৫  জনের রিপোর্টের মধ্যে ৭জনের রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক কর্মকর্তা ডা: মোস্তফা কামাল। আক্রান্তরা সবাই কাপ্তাইয়ের বাসিন্দা।

আক্রান্তদের মধ্যে ৬জন নৌ বাহিনীর পরিবারের সদস্য ও ১জন স্বাস্থ্য কমী।

এর আগে রাতে সিভাসু থেকে ১৪টি রিপোর্ট আসে, সবগুলো নেগেটিভ।

জেলার মধ্যে বাঘাইছড়ি ও বরকল উপজেলা এখনো পর্যন্ত করোনামুক্ত রয়েছে। বাকিগুলোর মধ্যে রাঙামাটি সদরে আক্রান্ত ৩৬জন, সুস্থ্য ৭জন, লংগদুতে ৫জন, জুরাছড়িতে ৬জন, বিলাইছড়িতে ২জন, এই ২জনই সুস্থ্য হয়েছেন, রাজস্থলীতে ১জন, এই একজনই সুস্থ্য হয়েছেন, কাপ্তাইয়ে আক্রান্ত ১০জন, কাউখালীতে ৭জন এবং নানিয়াচরে ১জন আক্রান্ত হয়েছে। 

তারিখ অনুযায়ী রাঙামাটি জেলায় ৬ মে শিশু ও নার্সসহ ৪ জন, ১২ মে রাঙামাটি জেনারেল হাসপাতালের  ১জন নার্স , ১৩ মে চিকিৎসক নার্সসহ ৯ জন, ১৪ মে নারায়ণগঞ্জ ফেরত স্বামী স্ত্রীসহ  ১১ জন, ১৬ মে ১জন নার্স, ১৯ মে একদিনে ১৭ জন, ২২ মে ৩জন, ২৩ মে ২জন, ২৪ মে দু‘দফায় ৭ জন, ২৫ মে লংগদুতে ১জন, ২৮ মে রাঙামাটি ও কাপ্তাইয়ে ২জন, ৩১ মে লংগদু ও কাউখালীতে ২জন, এবং ২র জুন সোমবার দিবাগতে কাপ্তাইয়ে ৭জনের পজেটিভ আসে। মোট আক্রান্ত ৬৮জন।

এরমধ্যে স্বাস্থ্য বিভাগ সম্পুর্ণ সুস্থ্য ঘোষণা করেছে ২৩জনকে।






রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions