মঙ্গলবার | ১৯ মার্চ, ২০২৪

লংগদুতে উপ-সহকারী মেডিকেল কমিউনিটি অফিসারের করোনা পজেটিভ

প্রকাশঃ ৩১ মে, ২০২০ ১২:০৮:৫০ | আপডেটঃ ১৮ মার্চ, ২০২৪ ১২:১৭:৫০  |  ২২৩৪
সিএইচটি টুডে ডট কম,  লংগদু (রাঙামাটি)। রাঙামটির লংগদু উপজেলায় এবার স্বাস্থ্য বিভাগের উপ-সহকারী মেডিকেল কমিউনিটি অফিসারের করোনা রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে। এনিয়ে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিন জনের করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া গেল।

লংগদু স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত ২২মে লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সের দশ জন স্টাফের করোনা নমুনা চট্টগ্রাম ল্যাবে পাঠানো হয়। এতে আজ ৩১মে রোববার একজনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। তিনি হলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল কমিউনিটি অফিসার ।

লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ অরবিন্দ চাকামা জানান, করোনায় পজেটিভ হওয়া কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল কমিউনিটি অফিসার সম্পূর্ণ সুস্থ আছেন। তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।   

উল্লেখ্য লংগদু উপজেলায় এনিয়ে পাঁচ জনের কোরানা রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে। তারমধ্যে গুলশাখালী ইউনিয়নে ২জন স্বাস্থ্য বিভাগের ৩জন। গুলশাখালী ইউনিয়নের করোনা পজেটিভ ২জনের দ্বিতীয় দফায় করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। তারা দুজনে সম্পূর্ণ সুস্থ্য রয়েছে।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions