মঙ্গলবার | ১৯ মার্চ, ২০২৪

লংগদুতে স্বাস্থ্যকর্মীর করোনা পজেটিভ

প্রকাশঃ ২৬ মে, ২০২০ ০৫:০৪:৪৩ | আপডেটঃ ১৬ মার্চ, ২০২৪ ০৯:৪৯:২০  |  ৩৩২১
সিএইচটি টুডে ডট কম,  লংগদু (রাঙামাটি)। রাঙামাটির লংগদু উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের  আরো একজন স্টাফের (ফার্মাসিষ্ট) করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে।  তিনি লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সদ্য নিয়োগ প্রাপ্ত ফার্মাসিষ্ট।  এর আগে ১৯মে ইপিআই টেকনিশিয়ানের করোনা রিপোর্ট পজেটিভ এসেছিল।

এনিয়ে লংগদু উপজেলায় মোট চার জনের করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে।

উপজেলা  স্বাস্থ্য  কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ অরবিন্দ জানান, গত ১৯ মে  ফার্মাসিষ্টের নমুনা  খাগড়াছড়ি সিভিল সার্জনের মাধ্যমে চট্টগ্রাম ল্যাবে পাঠানো হয়েছিল। গতকাল সোমবার (২৫ মে) রাত ৯টায় তার করোনা রিপোর্ট পজেটিভ  এসেছে। বর্তমানে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে এলাকায় স্টাফ  কোয়াটারে একটি রুমে তাকে আইসোলেসনে  রাখা হয়েছে। সে সম্পূর্ণ সুস্থ্য আছে। ২য় পরীক্ষার জন্য নমুনা শীঘ্রই পাঠানো হবে বলে জানান এই কর্মকর্তা ।

এনিয়ে লংগদু উপজেলায় মোট চারজনের করোনা রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে।  তার মধ্যে ২জন গুলশাখালী ইউনিয়নের বাসিন্দা স্বামী ও স্ত্রী বাকী ২ জন স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনিশিয়ান ও ফার্মাসিষ্ট। তাদের সবাইকে হোম আইসোলেসনে রাখা হয়েছে।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions