বুধবার | ২৪ এপ্রিল, ২০২৪

করোনা ভাইরাস থেকে মুক্তি ও মুসলিম উম্মার সুখ শান্তি কামনায় মসজিদে মসজিদে প্রার্থণা

প্রকাশঃ ২৫ মে, ২০২০ ১২:৫৮:৩৪ | আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৪ ০৯:৪২:৫৪  |  ১০২০
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির মসজিদ সমুহে সামাজিক দুরত্ব মেনে পবিত্র ঈদল ফিতরের নামায অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রাণঘাতি করোনা ভাইরাস থেকে মুক্তি ও সমগ্র বিশে^র মুসলিম উম্মার সুখ শান্তি কামনায় মসজিদে মসজিদে বিশেষ প্রার্থণা করা হয়।

রাঙামাটি শহরের কালেক্টর জামে মসজিদে সকাল ৮টায় প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হয়, এছাড়া বনরুপা, তবলছড়ি এবং রিজার্ভবাজারের মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। স্বাস্থ্যবিধি সবাই মসজিদে আসেন।

অন্যসময় নামায শেষে একে অপরের সাথে কোলাকুলি হ্যান্ডশেক করলেও এবার করোনা ভাইরাসের কারনে কোনটাই ছিল না, নামায শেষে মানুষ যার যার বাসায় চলে যায়। ঈদে নেই কোন আনন্দ উৎসব।

রাঙামাটি ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক ইকবার বাহার জানান, রাঙামাটি পৌর এলাকায় ৬০টি, রাঙামাটি সদরে ১১টিসহ জেলার ৪শতাধিক জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions