শনিবার | ২০ এপ্রিল, ২০২৪

রাঙামাটিতে করোনায় নতুন ১০ জনসহ মোট আক্রান্তের সংখ্যা ২৪

প্রকাশঃ ১৪ মে, ২০২০ ১১:২৯:১৬ | আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৪ ০৯:৩৯:৪৪  |  ৩০৪৩
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন আরো ১০ জন। এ নিয়ে আক্রান্ত সংখ্য দাড়ালো ২৪ জনে।

বৃহস্পতিবার বিকালে পাওয়া নতুন দশ জনের মধ্যে  রাঙামাটি জেনারেল হাসপাতালের একজন নার্স ও একজন আয়া রয়েছে। এছাড়া বাকী ৮ জনের মধ্যে ৬ জন জুরাছড়ি উপজেলার। এর মধ্যে দেবাছড়া থেকে ১ জন, মধ্যে বালুখালী ২ এবং সদর থেকে ৩ জন।  বাকী ২ জন লংগদু উপজেলার গুলশাখালি থেকে।

এর আগে ২জন ডাক্তার, ৫ জন নার্সসহ করোনায় আক্রান্ত ছিল ১৪ জন। এরে মধ্যে ৪ জন সুস্থ্য হলেও বাকী ১০জন হোম আইসোলেশনের আছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল।

এর আগে  গত ৬ মে রাঙামাটিতে প্রথমবারের ৪ জন করোনা আক্রান্ত হয়। এরপর থেকে করোনা পজেটিভের তালিকা দীর্ঘ হতে থাকে। রাঙামাটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪ এ।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions