বৃহস্পতিবার | ২৫ এপ্রিল, ২০২৪
রাঙামাটিতে

দ্বিতীয় দিনের মতো ত্রাণ দিলো পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ

প্রকাশঃ ১০ এপ্রিল, ২০২০ ০৮:০৫:৫৯ | আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৪ ১১:০৩:৩৯  |  ৮৩৩
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। করোনা পরিস্থিতি মোকাবেলায় রাঙামাটিতে দ্বিতীয় দিনের মতো হতদরিদ্র খেটে খাওয়া মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

শুক্রবার সকালে শহরের মোল্লা পাড়া, হাসপাতাল  এলাকা, পাবলিক হেলথ, ডুবোচর ও তবলছড়ির ওয়াপদা কলোনীতে দুই শতাধিক পাহাড়ি-বাঙ্গালী পরিবারের মাঝে ত্রান দেয়া হয়। সংগঠনের নেতৃবৃন্দ সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে এসব এলাকার দরিদ্র মানুষের ঘরে ঘরে গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন।

 এ সময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি সাব্বির আহমেদ, যুগ্ন সম্পাদক মাওলানা আবু বকর ছিদ্দিক, প্রচার সম্পাদক মোঃ শাহজাহান, কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী জালোয়া, মোরশেদা আক্তার, হাবিব আজম, মাসদু পারভেজ, মোঃ আবচার সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ এসব এলাকায় গিয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে হতদরীদ্র মানুষের হাতে হাতে ত্রাণ তুলে দেন। এসময় সংগঠনের নেতৃবৃন্দ সকলকে সচেতন হবার আহবান জানিয়ে যার যার ঘরে অবস্থান করার অনুরোধ জানান। এ সময় নেতৃবৃন্দ বলেন যে কোন দুঃসময়ে বিপদে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ পার্বত্যবাসীর পাশে থাকার আশ্বাস দেন। আগামীকালও শহরের বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ করা হবে বলে জানান নাগরিক পরিষদের নেতৃবৃন্দ।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions