বৃহস্পতিবার | ২৫ এপ্রিল, ২০২৪

দারিদ্র মানুষের মাঝে খাবার পৌছে দিচ্ছেন রাঙামাটি জেলা প্রশাসক

প্রকাশঃ ২৯ মার্চ, ২০২০ ০৮:৪১:৪৭ | আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৪ ০৮:০৭:১৫  |  ৯১৯
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। করোনা মোকাবেলার সরকারের দেওয়া বরাদ্ধ ঘরে ঘরে গিয়ে হত দরিদ্র পরিবারের মাঝে পৌছে দিচ্ছে জেলা ও উপজেলা প্রশাসন। রোববার সকালে পৌরসভা রুসুলপুর এলাকায় রাঙামাটি জেলা প্রশাসক একে এম মামুনুর রশীদ ঘরে ঘরে গিয়ে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এ সময় জেলা প্রশাসক বলেন সরকার  করোনা দুর্যোগ মোকাবেলায় রাঙামাটিতে  ১২শ মেট্রিক টন খাদ্যশষ্য ১২ লাখ টাকা  দিয়েছে।

এদিকে রাঙামাটি জেলা প্রশাসন ও রাঙামাটি ফায়ার সার্ভিস রাঙামাটি শহরে জীবানু নাশক পানি স্প্রে করছে।  এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেন এনডিসি উত্তম কুমার দাস।

সরকারি নির্দেশনা মানতে শহরে জনসমাগম করতে না দেয়া, বাজার স্থিতিশীল রাখা এবং সামাজিক দুরত্ব নিশ্চিতে জেলা প্রশাসনের পাশাপাশি করছে সেনাবাহিনী।  

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions