বৃহস্পতিবার | ২৮ মার্চ, ২০২৪

কাপ্তাইয়ে এলাকাবাসীর উদ্যোগে পুরানো ড্রেন পরিচ্ছন্ন করা হয়েছে

প্রকাশঃ ২৬ মার্চ, ২০২০ ০৬:২৬:৩২ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ০৭:০২:৪৬  |  ৮৪৯
সিএইচটি টুডে ডট কম, কাপ্তাই (রাঙামাটি)। কাপ্তাইয়ের নতুন বাজারস্থ ‘পশ্চিম পাড়া জামে মসজিদ’ সংলগ্ন রাস্তার পাশের ড্রেনটি দীর্ঘদিন যাবত স্থানীয়দের বাসা বাড়ির ময়লা আবর্জনা পড়তে পড়তে ময়লার ভাঙারে রুপ নিয়েছে। এ রাস্তায় প্রতিদিনই যাতায়াত হয় প্রায় ৫’শতাধিক জনসাধারণের।

এর মধ্যে চিৎমরম ইউনিয়নেরই প্রায় ২’শতাধিক লোক নিয়মিত যাতায়াত করে এ রাস্তায়। ময়লার কারণে দূর্গন্ধের ফলে প্রতিদিন নামাযে আসা মুসল্লীদের পাশাপাশি স্কুল কলেজ পড়–য়া ছাত্রছাত্রীদেরও অবর্ণনীয় দূর্ভোগ পোহাতে হয়। কয়েকবার ড্রেনটি পরিচ্ছন্ন করলেও স্থানীয়দেরই অসচেতনার ফলে আবারও ভাঙারে রুপ নেয় ড্রেনটি।

অবশেষে বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে এলাকাবাসীর নিজ উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে সচল করা হয় ড্রেনটি। এতে সেচ্ছায় অংশ নেয় স্থানীয় প্রায় অর্ধ শতাধিক যুবক ও বয়স্করা। ড্রেনটি পরিস্কার করায় প্রাণ ফিরেছে রাস্তাটির বলে মন্তব্য করেছেন স্থানীয় মো. আমির আলী। তিনি জানান, এখন স্বস্তিতে সকলে এ রাস্তায় যাতায়াত করতে পারবে।

এসময় উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নাছির উদ্দিন, কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. আনসারী, কাপ্তাই নতুন বাজার বণিক কল্যাণ সমবায় সমিতি লি. এর সাধারণ সম্পাদক মো. একরামুল হক, কাপ্তাই উপজেলা ছাত্রলীগ সভাপতি এম নূর উদ্দিন সুমন, কাপ্তাই প্রেস ক্লাবের অর্থ সম্পাদক নূর হোসেন মামুন, কাপ্তাই ইউপি সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ হোসেন, নতুন বাজার বণিক কল্যাণ সমবায় সমিতি লি. এর সাংগঠনিক সম্পাদক মো. সাদ্দাম হোসেন সহ আরও অনেকে।

এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কাপ্তাই নতুন বাজার বণিক কল্যাণ সমবায় সমিতি লি. এর সাধারণ সম্পাদক মো. একরামুল হক বলেন, এ রাস্তাটি অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা। ড্রেনটি পরিচ্ছন্ন রাখতে সকলে সহযোগিতা করবেন এটাই আশা রাখি।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions