বুধবার | ১৭ এপ্রিল, ২০২৪

সকাল থেকে রাঙামাটি শহরের দোকানপাট বন্ধ, সড়ক ফাঁকা

প্রকাশঃ ২৬ মার্চ, ২০২০ ০৪:৪৬:৫৮ | আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৪ ০৬:৫৩:১২  |  ১৩২২
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের ঘোষিত ১০দিনের ছুটি বাস্তবায়নে মাঠে কাজ করছে সেনাবাহিনী ও জেলা প্রশাসন। আজ সকাল থেকে শহরের রিজার্ভবাজার, তবলছড়ি ও বনরুপার সকল শফিংমল মার্কেট, দোকানপাট বন্ধ রয়েছে।

বন্ধ রয়েছে ব্যাক্তিগতসহ সব ধরনের যানবাহন, জরুরী প্রয়োজন ছাড়া কেউ বাসা থেকে বের হচ্ছেন না। অনেকটা নিরব নিস্তব্দতা বিরাজ করছে। সরকার ওষুধের দোকান, মুদি দোকান এবং কাঁচাবাজার খোলার রাখার বললেও রাঙামাটিতে মুদি দোকান বন্ধ করে দিয়েছে পুলিশ।

এদিকে বেসামরিক প্রশাসনকে সহায়তা করছে মাঠে কাজ করছে সেনা সদস্যরা। আজো শহরের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।   
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা জানান, সামাজিক দুরত্ব সৃষ্টি করা, খাবারে দোকান বন্ধ রাখা, কোথাও জটলা তৈরি না করতে দেয়া, হোম কোয়ান্টাইন নিশ্চিত করা, নিত্য প্রয়োজনীয় কাঁচাবাজার সীমিত রাখা, আড্ডা বন্ধ রাখা, যানবাহন নিয়ন্ত্রনসহ স্থানীয় প্রশাসনকে সহায়তা করতে সেনাবাহিনীর সদস্যরা জেলা প্রশাসনকে সহায়তা করতে মাঠে রয়েছে।  

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions