বৃহস্পতিবার | ২৫ এপ্রিল, ২০২৪

পাহাড়ে এনজিওগুলো সমন্বিতভাবে কাজ করলে সফলতা আসবে

প্রকাশঃ ২৬ ফেব্রুয়ারী, ২০২০ ০৮:১১:৪১ | আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৪ ০৭:৩৮:৫৫  |  ১৮৫৩
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। প্রকল্পের আওতাধীন এলাকায় একাধিক সরকারী বেসরকারী সংস্থা কাজ করার সময় নিজেদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে কাজ করলে কাজের সফলতা আসবে বলেছেন জনপ্রতিধিরা।

মঙ্গলবার সকালে রাঙামাটি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আওয়ার লাইফ, আওয়ার হেলথ্  আওয়ার ফিউচার প্রকল্প সম্পর্কে অবহিতকরণ সভায় এসব কথা বলেন জনপ্রতিনিধিরা।

সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান শহীদুজ্জামান রোমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ নারী প্রগতি সংঘের লিয়াজো অফিসার শরিফ চোহান, প্রোগ্রেসিভ নির্বাহী পরিচালক সুচরিতা চাকমা, মগবান ইউনিয়ন চেয়ারম্যান বিশ্বজিৎ চাকমা,সাপছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃনাল কান্তি চাকমা।

সভায় লিয়াজো অফিসার শরিফ চোহান বলেন চলমান প্রকল্পের কাজ অন্যান্য এনজিওগুলোর সাথে সমন্বয় করে কাজ করা হবে।

সভায় বলা হয় সদর উপজেলায় ১২ শ জন নারী ও কিশোরীর  শারিরীক ও মানসিক স্বাস্থ্য উন্নয়নে কাজ করবে প্রোগ্রেসিভ।

নেদারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক দাতা সংস্থা সীমাবির আর্থিক সহায়তায় তিন পার্বত্য জেলায় কাজ শুরু হয়েছে।। রাঙামাটিতে প্রোগ্রেসিভ এ প্রকল্প বাস্তবায়ন করছে।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions