শুক্রবার | ২৬ এপ্রিল, ২০২৪

জাপার কেন্দ্রীয় নির্বাহী সদস্য হলেন পারভেজ তালুকদার

প্রকাশঃ ৩০ জানুয়ারী, ২০২০ ১০:৩৩:৫৭ | আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৪ ০৯:১০:৩৬  |  ১৪৮৬
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। গতকাল বুধবার এক আদেশ বলে জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম¥দ কাদের এমপি পার্টির নবম কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নাম ঘোষণা করেছেন ।

এতে ত ৯০ জন নির্বাহী সদস্যের মধ্যে রাঙামাটি হতে একমাত্র নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন রাঙামাটি জেলা জাতীয় পার্টির আহবায়ক সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট পারভেজ তালুকদার । জাতীয় পার্টি গঠনের পর হতে এ প্রথম রাঙামাটির কোন নেতা এ নির্বাহী সদস্যপদে নির্বাচিত হলেন । রাঙামাটি হতে কেন্দ্রীয় সদস্য থাকলেও নির্বাহী সদস্য এ প্রথম । তিন পার্বত্য জেলা হতে মাত্র ২ জন কেন্দ্রীয় নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন ।

রাঙামাটি জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জ্যোতি বিকাশ চাকমা তাৎক্ষনিক এক প্রতিক্রিয়ার বলেন , এটা আমাদের জন্য গর্বের বিষয় । তিনি আরো জানান ,একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি হতে লাঙল প্রতীকে রাঙামাটি সংসদীয় আসনে প্রতিদ্বদ্ধিতাকারী সুপ্রিম কোর্টের বিশিষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট পারভেজ তালুকদারকে নির্বাহী সদস্য পদে নির্বাচিত করে পার্টি চেয়ারম্যান জনাব জি এম কাদের এমপি রাঙামাটি বাসীকে সম্মানিত করেছেন । এদিকে অ্যাডভোকেট পারভেজ তালুকদারকে কেন্দ্রƒীয় নির্বাহী সদস্য পদে নির্বাাচিত করায় রাঙামাটি জেলার ১০ উপজেলা ও ২ পৌরসভার নেতৃবৃন্দ ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অ্যাডভোকেট পারভেজ তালুকদারকে অভিনন্দন ও পার্টি চেয়ারম্যান জনাব জি এম কাদের এমপির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ।

 অভিনন্দন জানানো নেতৃবৃন্দগণ হলেন , জেলা জাতীয় পার্টি সদস্য সচিব জ্যোতি বিকাশ চাকমা    ,যুগ্ম-আহ্বায়ক কবি মো: রেজাঊল করিম মিন্টু, যুগ্ম-আহ্বায়কডা: শিব প্রসাদ মিশ্র, যুগ্ম-আহ্বায়ক ও জেলা যুবসংহতি সভাপতি চন্দন বড়–য়া, সাধারণ সম্পাদক ফিরোজ তালুকদার, রাজস্থলী উপজেলা সভাপতিমো: রেজাউল করিম মাষ্টার, যুগ্ম-আহ্বায়ক ও জেলা কৃষক পার্টি সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো: পারভেজ শেখ হৃদয়, সাধারণ সম্পাদক মানিক চৌধুরী , কেন্দ্রীয় কৃষক পার্টি সদস্য মহতী চাকমা , যুগ্ম-আহ্বায়ক ও জেলা সেচ্ছাসেবক পার্টি সভাপতি সাইফুল ইসলাম ,সাধারণ সম্পাদক বাসু দাশ,জেলা জাপা সদস্য  মো: আলিমুদ্দিন মৃধা ,ডা: হোসেন ইমাম,শাহেদা বেগম, মো:  জিন্নাত তালুকদার , লংগদু উপজেলা সভাপতি সার্জেন্ট  (অব:) আলাউদ্দিন,সদর উপজেলা আহবায়ক সুলাল সেন,মহিলা পার্টি  আহবায়ক রওশন আরা রাসু, সদস্য সচিব রেহেনা বেগম,ওলামা পার্টি আহবায়ক  মাওলানা মো: রবিঊল ইসলাম, নানিয়ারচর উপজেলা আহবায়ক মোক্তার আহমদ,বাঘাইছড়ি উপজেলা আহবায়ক মো: জাকির হোসেন, সদস্য সচিব প্রিয় কান্তি চাকমা, জুরাছড়ি উপজেলা আহবায়ক রুপায়ন চাকমা    ,বিলাইছড়ি উপজেলা আহবায়ক স্বর্ণলাল দেওয়ান ,বাঘাইছড়ি পৌরসভা আহবায়ক ডা: মো : আবুল কাশেম ,সদস্য সচিব রবিউল ইসলামকাপ্তাই উপজেলা আহবায়ক মো: বসর,বরকল উপজেলা আহবায়ক মো: মফিজুর রহমান, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় সদস্য মো: শরীফ তহশীলদার,সদস্য সচিব জুড়াছড়ি উপজেলা মো: সোহাগ,সদস্য সচিব বরকল উপজেলামো: মোফাজ্জেল হোসেন,বিলাইছড়ি উপজেলা সদস্য সচিব অঞ্জন চাকমা,  রাজস্থলী উপজেলা সদস্য সচিব উথোয়া সিং মার্মা, কাপ্তাই উপজেলা সদস্য সচিবমো: হারুনুর রশীদ, জেলা শ্রমিক  পার্টি আহবায়ক মো:রাসেল সরকার, সাংস্কৃতিক পার্টি আহবায়ক সীমা দেওয়ান,মৎস্যজীবী পার্টি আহবায়ক মো: বাচা ,জেলা সদস্য মো  বাদশা আলম, মো: আব্দুস সালাম, রিগ্যান চাকমা,নান্টু বিকাশ চাকমা, মো:খলিল, আয়েশা পারভীন, মো : জসিম উদ্দীন, মো: আলমগীর,যাদব চন্দ্র শীল,আলী হোসেন মেম্বার,সত্য ব্রত দাশ ,মো: আজিজুর রহমান ,হাসিনা আক্তার,মো: শহীদ ম্যাজিশিয়ান প্রমূখ ।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions