শুক্রবার | ১৯ এপ্রিল, ২০২৪
বাঘাইছড়ি

রুপকারি জাগরনি প্রাথমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রকাশঃ ২৭ জানুয়ারী, ২০২০ ১২:৫৬:৩৬ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ০৮:৩৫:৪৬  |  ৯৫৮
সিএইচটি টুডে ডট কম, বাঘাইছড়ি (রাঙামাটি)। রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় গতকাল রোববার সকালে  প্রথম বারের মত রুপকারি জাগরনি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ে পরিচালনা কমিটির সভাপতি আবদুল হামিদ মেম্বার সভাপতিত্বে অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের মহা পরিচালক আবু সৈয়দ এম হাসিম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, বাঘাইছড়ি পৌরসভার মেয়র জাফর আলী খান, বাঘাইছড়ি উপজেলা আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুন, রুপকারি ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান শ্যামল চাকমা, কাচালং সরকারি কলেজের বাংলা প্রভাষক কামাল হোসেন মীর, কাচালং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, ৩নং ওয়ার্ড কাউন্সিলর বাহার উদ্দিন সরকার, ৯নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল হক তালুকদার, সাংবাদিক আবু নাছের, ছাত্র, ছাত্রী অবিভাবক সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: ১৯৬০ সনে কাপ্তাই বাঁধের কারণে প্রায় ৩শতাধিক পরিবার রাঙামাটির বাঘাইছড়ির পশ্চিম মুসলিম ব্লক এলাকার জাগরনি স্থানে বসবাস শুরু করে, বলা যায় সরকার তাদের এক ধরণের পুর্ণবাসন করে। পুর্ণবাসনের গত ৬০ বছরে সেখানে বসবাসরত পরিবারগুলোর জন্য একটি প্রাথমিক বিদ্যালয়ও ছিলো না। গত বছর  দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ ও মন্ত্রাণালয়ের সাবেক মহাপরিচালক আবু সৈয়দ এম হাসিম ও তৎকালীন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদিম সরোয়ারের ঐকান্ত চেষ্টায় স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায়  রুপকারী জাগরনি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। প্রথম বছরে সমাপনী পরীক্ষায় শতভাগ পাশ করে কৃতিত্বের স্বাক্ষর রাখেন।
                                                                                                                                                                                                                                                                   

 
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions