মঙ্গলবার | ১৬ এপ্রিল, ২০২৪

কাপ্তাইয়ে বিজিবির অভিযানে কাঠসহ ১০টি চাঁদের গাড়ী আটক

প্রকাশঃ ১৩ ডিসেম্বর, ২০১৯ ০৭:০৮:৩৩ | আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৪ ১২:৫৪:৫৮  |  ১০৫১
সিএইচটি টুডে ডট কম, কাপ্তাই (রাঙামাটি)। কাপ্তাই উপজেলার রাইখালীর চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকা হতে গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দিবাগত রাতে অবৈধভাবে পাচারকালে বিপুল পরিমাণে কাঠসহ ১০’টি চাঁদের গাড়ি ও কাঠ পাচার সন্দেহে ১০’জনকে আটক করে ওয়াগ্গা বিজিবির ৪১ ব্যাটালিয়ন এর সদস্যরা।

এই ব্যাপারে কোদালা বন বিটের ফরেস্টার মো. হাসিফ বলেন, কাপ্তাইয়ে ওয়াগ্গাছড়া ৪১’বিজিবির নেতৃতে গোপন সুত্রে সংবাদের ভিত্তিতে ২টি টহল দল অভিযান চালিয়ে চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকা থেকে শুক্রবার মধ্যরাতে ১০’টি কাঠভর্তি চাঁন্দের গাড়ি আটক করে। এই ব্যাপারে ১০’জনকে আসামী করে চট্টগ্রাম আদালতে মামলা দায়ের করা হয়। আটককৃতদের রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত প্রতিটি গাড়ী থেকে ১২০’মণ করে সর্বমোট ১২০০’মণ জ্বালানি কাঠ উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক প্রায় দেড় লক্ষাধিক টাকা।

বিজিবি সুত্রে জানা যায়, ১২ ডিসেম্বর (বৃহস্পতিবার) দিবাগত রাতে চন্দ্রঘোনা ফেরীঘাট থেকে অবৈধভাবে পাচারের সময় কাঠগুলো আটক করা হয়। কাপ্তাই থেকে অবৈধভাবে কাঠ পাচারের বিরুদ্ধে বিজিবির অভিযান আরো জোরদার করা হবে বলেও জানানো হয়।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions