বৃহস্পতিবার | ২৫ এপ্রিল, ২০২৪

লামায় বরখাস্তকৃত ইউপি সদস্য পুলিশের হাতে গ্রেফতার

প্রকাশঃ ২৪ নভেম্বর, ২০১৯ ০৬:৩৪:২৫ | আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৪ ০৩:০১:১৬  |  ১১২৪
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। চাঁদাবাজিসহ অসংখ্য মামলার আসামী, বহিষ্কৃত ইউপি সদস্য ও কুতুব বাহিনীর প্রধান কুতুব উদ্দিন লামা থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়,পূর্বের একটি ডাকাতি মামলায় ২ বছরের সাজা হয় তার। ভূমিদস্যুতা, ডাকাতি, অন্যের বাগান দখলসহ অসংখ্য অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সে বান্দরবান জেলার লামা উপজেলায় আধিপত্য বিস্তার ও সন্ত্রাসী কার্যক্রম চালাতো বলে জানায় স্থানীয়রা।

স্থানীয়রা আরো জানায়,ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের কুরুপপাতা ঝিরি এলাকার সে বিশাল সা¤্রাজ্য গড়ে তুলেছে। লামা থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

লামা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল হকের নেতৃত্বে উপ-পরিদর্শক জয়নাল আবেদীন ও আয়াত উল্লাহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযানে অংশ নিয়ে শনিবার রাতে তাকে গ্রেফতার করে।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions