শুক্রবার | ২৬ এপ্রিল, ২০২৪

কাপ্তাইয়ে আইডিবি প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশলী দিবস পালন

প্রকাশঃ ১৩ নভেম্বর, ২০১৯ ০৬:৫২:০২ | আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৪ ০৩:২৭:২৮  |  ১০৪৯
সিএইচটি টুডে ডট কম, কাপ্তাই (রাঙামাটি)। ‘মুক্তিযুদ্ধের প্রত্যাশিত সুখী-সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ‘লার্নিং বাই ডুয়িং হোক শিক্ষার ভিত্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার বর্ণাঢ্য আয়োজনে কাপ্তাইয়ে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি)’র ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস ২০১৯ পালন করা হয়েছে।

সংগঠনটির কাপ্তাই শাখার আয়োজনে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) এ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আইডিইবি কাপ্তাই সাংগঠনিক জেলা শাখার সভাপতি ও কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফের সভাপতিত্বে র‌্যালীর উদ্বোধন করেন, বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনষ্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম আফরাদ জোয়ারদার।

র‌্যালী শেষে বিএসপিআইয়ের ওয়ার্কশপ সুপার আব্দুল আলীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনটির উপদেষ্টা প্রকৌশলী বিমল চৌধুরী, সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. ইমাম ফখর উদ্দীন রাজী, সহ সভাপতি মো. শওকত আলী, বিএসপিআইয়ের শিক্ষার্থী রবিউল হাসান, সাকলাইন সহ আরও অনেকে।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions