শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

রাঙামাটিতে ১২, ৫৪৫জন পরীক্ষার্থী জেএসসি ও জেডিসি পরীক্ষা দিচ্ছে

প্রকাশঃ ০২ নভেম্বর, ২০১৯ ০১:২৯:৪২ | আপডেটঃ ২৪ মার্চ, ২০২৪ ০৩:২৭:৩০  |  ৯৪৪
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। সারা দেশের সাথে একযোগে রাঙামাটিতেও শুরু হয়েছে জেএসসি ও জেডিসি পরীক্ষা। এবার রাঙামাটির ১০ উপজেলায় মোট ৩২টি কেন্দ্রে ১২হাজার ৫৪৫জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ২৩টি কেন্দ্রে ১০ হাজার ৯২৬জন জেএসসি, ৫টি কেন্দ্রে মাদ্রাসা বিভাগ হতে ৭৬২জন জেডিসি ও ৪টি কেন্দ্রে কারিগরি বিভাগ হতে ৮৫৭জন পরীক্ষায় অংশ নিচ্ছে।

সকালে রাঙামাটি শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট একেএম মামুনুর রশীদ। এদিকে নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগ যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions