বুধবার | ২৪ এপ্রিল, ২০২৪
জুরাছড়ি উপজেলার

ভুবনজয় উচ্চ বিদ্যালয়ের নারী কাবাডি দলের খেলোয়ারদের সংবর্ধনা

প্রকাশঃ ২২ অক্টোবর, ২০১৯ ০৭:২১:০৪ | আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৪ ০১:৩৩:১৯  |  ১৬৩৭
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। উৎসবমুখর পরিবেশে রাঙামাটিতে জুরাছড়ি উপজেলার ভুবনজয় সরকারি উচ্চ বিদ্যালয়ের নারী কাবাডি দলের খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়েছে। রাঙামাটি ফ্রেন্ড্স ক্লাবের উদ্যোগে মঙ্গলবার পযর্টন কমপ্লেক্সে ওই দলকে সংবর্ধনা দেওয়া হয়।

গত ২ অক্টোবর অনুষ্ঠিত ৪৮তম গ্রীষ্মকালীন স্কুল মাদ্রাসা জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডি বিজয়ী হয় তারা। সব বিভাগকে হারিয়ে সর্বশেষ ঢাকা বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় খুদে শিক্ষার্থীরা।

পর্যটন কমপ্লেক্সে সকাল সাড়ে ১০টায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফ্রেন্ড্স ক্লাবের সভাপতি চিংকিউ রোয়াজা। প্রধান অতিথি ছিলেন রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার ।

এ ছাড়া ছিলেন  জুরাছড়ি জোন কমান্ডার লে কর্ণেল মাহমুদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক  শারমিন আলম, জুরাছড়ি উপজেলা চেয়ারম্যান সুরেশ কান্তি চাকমা, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক শফিউল আযম প্রমুখ। এর আগে কাবাডি দলের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।

জুরাছড়ি উপজেলার ভুবনজয় সরকারি উচ্চবিদ্যালয়ের নারী কাবাডি দলের অধিনায়ক প্রভি চাকমা বলেন, ‘আমরা প্রতিটি দলকে সহজে পরাজিত করেছি। তেমন কোনো অনুশীলন ও প্রশিক্ষণ আমরা পায়নি। সবার সহযোগিতা পেলে আন্তর্জাতিক ভাবে খেলতে পারব।’

সংবর্ধনা অনুষ্ঠানে দীপংকর তালুকদার বলেছেন, বাংলাদেশের দুর্গম পার্বত্য জুরাছড়ি উপজেলা থেকে জাতীয়ভাবে কাবাডি খেলায় চ্যাম্পিয়ন হয়ে পুরো রাঙামাটি এখন আনন্দে ভাসছে। এ অর্জন রাঙামাটির ক্রীড়া অঙ্গনকে উজ্জীবিত কররছে। কাবাডি সহ অন্যান্য খেলা অব্যাহত রাখলে রাঙামাটির খেলাধূলার আরও উন্নতি ঘটবে বলে তিনি উল্লেখ করেন।  

আজকের সংবর্ধনা খেলোয়াড়দের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করতে এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

স্পোর্টস |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions