শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

বাঘাইছড়িতে জোড়া হত্যার ঘটনায় বড় ঋষি চাকমাসহ ২৪ জনকে আসামী করে মামলা

প্রকাশঃ ১৯ সেপ্টেম্বর, ২০১৯ ০১:০১:১৪ | আপডেটঃ ২৯ মার্চ, ২০২৪ ১২:৩৮:৩১  |  ১৮০৮
সিএইচটি টুডে ডট কম, বাঘাইছড়ি (রাঙামাটি)। রাঙামাটি জেলার বাঘাইছড়িতে জেএসএস সংস্কারের ২ সমর্থককে হত্যার ঘটনায় আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মামলা হয়েছে। নিহত রিপেল চাকমার স্ত্রী জোসি চাকমার স্ত্রী জনসংহতি সমিতির নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান বড় ঋষি চাকমাসহ ২৪জনকে আসামী করে হত্যা মামলা ( মামলা ১-তারিখ ১৯-০৯-২০১৯ইং) দায়ের করে।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ মনজুর মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত রিপল চাকমার স্ত্রী জোসি চাকমা আজ সন্ধ্যায় হত্যা মামলা দায়ের করেছেন।

প্রসঙ্গত: গতকাল ১৮ সেপ্টেম্বর বুধবার রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়নের দুর্গম নবছড়া গ্রামে বাসা থেকে ডেকে নিয়ে জেএসএস সংস্কারের ২ সমর্থক রিপেল চাকমা (২৫) এবং বর্ষণ চাকমাকে (২৪) গুলি করে হত্যা করে। এই ঘটনায় সন্তু লারমার নেতৃত্বাধীন মুল জেএসএসকে দায়ী করে জেএসএস সংস্কার।

এদিকে ২ সংস্কার সমর্থককে হত্যার পর আইন শৃঙ্খলাবাহিনী ঘটনাস্থলে গিয়ে লাশ না পেয়ে ফেরত আসে, ধারনা করা হচ্ছে দুবৃর্ত্তরা হত্যার পর লাশ গুম করে ফেলে।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions