শনিবার | ২০ এপ্রিল, ২০২৪

অনুপ্রবেশের দায়ে আটক ৪বিজিপি সদস্যকে হস্তান্তর

প্রকাশঃ ০৪ সেপ্টেম্বর, ২০১৯ ১২:০৪:২৯ | আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৪ ১০:২৯:২৭  |  ১১২৫
সিএইচটি টুডে ডট কম ডেস্ক। বাংলাদেশ-মায়ানমার সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে ব্যাটালিয়ান পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে মৈত্রী সড়ক সংলগ্ন ৩৪ বিজিবি নিয়ন্ত্রিত এলাকায় এই পতাকা বৈঠক অনুষ্টিত হয়।

বৈঠকে গত ২৫ আগষ্ট টেকনাফের নাজিরপাড়া সীমান্ত থেকে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়া মায়ানমার বিজিপি'র চা  সদস্যকে মিয়ানমার বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
ফেরত পাঠানো বিজিপির সদস্যরা হলেন- পুলিশ ক্যাপ্টেন লাউন কো (৩০) ল্যান্স কর্পোরাল পাজিং য়া (২৫), কনস্টেবল য়া নাইং থুই (৩১) ও কর্পোরাল ক্য ক্য (২৮)।
পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ৩৪বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল  আলী হায়দার আজাদ আহম্মেদ এর নেতৃত্বে কক্সবাজার রিজিয়নের অপারেশন অফিসার লেঃ কর্নেল সরকার মোস্তাফিজুর রহমান, ৩০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জাহিদুর রহমান, ২ বিজিবি'র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ফয়সাল হাসান খান।

অন্যদিকে মায়ানমারের পক্ষে নেতৃত্ব দেন ১বিজিপি'র অধিনায়ক পুলিশ লেঃ কর্নেল ক্য উইন হ্লাং এর নেতৃত্বে ক্য উইন মেজর উইন থাই, মেজর অং মইজো লাইন, ক্যাপ্টেন জাও জাও শৈ।

বৈঠক সূত্রে জানা যায়, জেনাভা কনভেনশন আইন অনুযায়ী গত ২৫ আগষ্ট মায়ানমার বিজিপি'র চার সদস্যদকে হেফাজতে রেখে স্ব-সম্মানে নিজ দেশে ফেরতসহ দুই দেশের সীমান্ত পর্যায়ে শান্তি শৃংখলা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
 
 
বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions