বৃহস্পতিবার | ২৮ মার্চ, ২০২৪
খাগড়াছড়ি প্রেসক্লাব ভবনের সম্প্রসারিত ৪র্থতলার উদ্বোধন

পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -নব বিক্রম কিশোর ত্রিপুরা

প্রকাশঃ ২৯ অগাস্ট, ২০১৯ ০৬:৩৫:৪৮ | আপডেটঃ ২৬ মার্চ, ২০২৪ ০১:৪৯:৩২  |  ১৯৯৯
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি বলেছেন, পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ। তাই পার্বত্যাঞ্চলে লেখনির মধ্য দিয়ে সম্প্রীতির বন্ধনকে অটুট রেখে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানান তিনি।

এ সময় তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে পার্বত্যাঞ্চলকে এগিয়ে নিতে সকল সাংবাদিকরে সহযোগিতা করার আহবান জানান তিনি।

বৃহস্পতিবার দুপুরে ৩০ লক্ষ টাক ব্যয়ে নির্মিত খাগড়াছড়ি প্রেসক্লাব ভবনের সম্প্রসারিত ৪র্থতলার আনুষ্ঠানিক উদ্বোধনী সভায় তিনি এ কথা বলেন।  

খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জীতেন বড়–য়ার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য পরিকল্পনা ড. প্রকাশ কান্তি চৌধুরী,খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রওনক আলম,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের খাগড়াছড়ি নির্বাহী প্রকৌশলী মুজিবুল আলম, দৈনিক অরণ্যবার্তার সম্পাদক চৌধুরী আতাউর রহমান প্রমূখ।

এর আগে প্রধান অতিথি খাগড়াছড়ি প্রেসক্লাব ভবনের সম্প্রসারিত ৪র্থতলার ফলক উম্মোচন ও  ফিতা কেটে উদ্বোধন শেষে ভবনের কক্ষ ঘুরে দেখেন। পরে সাংবাদিকরা প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।  

মিডিয়া |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions